Islamic Song Lyrics

World's Popular Islamic Songs Lyrics

Latest Post


আল্লাহ কাফি...



কেউ ভালো না বাসলে তাতে - যাই আসে না কিছু,
কেউ ভালো না বাসলে তাতে - যাই আসে না কিছু,
লক্ষ বিপদ কি মুসিবত নিক না যতই পিছু
হর হালতে, খোদার পথে
হর হালতে, খোদার পথে
ইস্তিকামাত যদি থাকি
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- ---  আল্লাহ কাফি---
তাকেই পেলে এক জীবনে
তাকেই পেলে এক জীবনে
আর কি থাকে বাকি
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
ধার ধারিনা তার যে ওজন
স্বার্থ দেখে কাছে ডাকে
অহংকারীর করিনা তোয়াজ
অহংকারীর করিনা তোয়াজ
যাই বলুক না নিন্দুকে
স্বার্থহীন তো মালিক আমার; সব ক্ষমতার তিনিই আধার
স্বার্থহীন তো মালিক আমার; সব ক্ষমতার তিনিই আধার
অন্য সবই ফাকি
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
তাকেই পেলে একজীবনে
তাকেই পেলে একজীবনে
আর কি থাকে বাকি -
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
কেউ উপহাস তুচ্ছ ভাবে
হাজার করে অবহেলা,
কেউ অকারন করুক অপমান; কেউ অকারন করুক অপমান
বাদ সাধুক কেউ পথ চলা ।
সব ভরসা খোদা তা'লায়,
মান অপমান তার ইশারায়,
তাকেই শুধু ডাকি ...
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
তাকেই পেলে একজীবনে; তাকেই পেলে একজীবনে
আর কি থাকে বাকি -
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি--- 
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---

::::::::""::::::::::::::::::::''''"""":::::::::::::::::::::::::::''''''""""""::::::::::::::::::::::::::::::::::::''''""""":::::::::::
গানটি সরাসরি শুনুন Youtube থেকেঃ



ওরে নিশিগন্ধা ...




ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল 
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল 
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

 ওরে শিউলি-বেলি, মধু পাপড়ি মেলি ,
ওরে জুই-চামেলি, বল কোথায় পেলি।

 ওরে শিউলি-বেলি, মধু পাপড়ি মেলি ,
ওরে জুই-চামেলি, বল কোথায় পেলি। 

কোথা পেলি এই ঘ্রান টল-ম-ল,
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল 
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা, 
ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা, 
কেন এত হেঁসে যাস তুই...
হাঁসি ভড়া মুখ তুই কোথা পেলি বল

ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা, 
ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা, 
কেন এত হেঁসে যাস তুই...
হাঁসি ভড়া মুখ তুই কোথা পেলি বল

 
ওই জাদুর চোখে, ফোটে তারার মেলা ,
 মিটি মিটি মিটি, মিটি মায়ার খেলা । 
ওই জাদুর চোখে, ফোটে তারার মেলা ,
 মিটি মিটি মিটি, মিটি মায়ার খেলা ।

নীল আকাশে ভরে কেন বল... 
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল 
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 
ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল 
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 
কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল...

 
 

এখনতো সময়...

কবিঃ মতিউর রহমান মল্লিক 





এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।।

এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।।

এখনতো সময়... 
 
রঙ বেরঙের যশ সম্মান,
 অতীত হয়ে যায় 
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়... ।। 

রঙ বেরঙের যশ সম্মান,
 অতীত হয়ে যায় 
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়... ।।


কেউ কি রয়েছে এমন চিরজীবী হয়ে, 
জীবন নিয়ে তার ... 
 
এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।। 
এখনতো সময়...

কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে ,
 অভিশাপে ভরে যায় অবশেষে ।। 

কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে ,
 অভিশাপে ভরে যায় অবশেষে ।। 
 
কেউ কে রয়েছে এমন অহংকারী , 
স্রস্টা ছাড়া আর ...  

এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।। 
এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।। 
এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।।

এখনতো সময়...


Related image

আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল

কবিঃ মতিউর রহমান মল্লিক 


আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল । 
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।।
কল কল ছল ছল রব তুলে, কল কল ছল ছল রব তুলে
 নদী বয়ে চলে অবিরল।।   
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল । 
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...
হে ...হে-হে-হে... হে-হে-হে... 
এহেহে-  হে ...হে-হে-হে... হে-হে-হে... 
পাখিদের গানে গানে প্রভাত আসে, সাঁঝের আলোয়  দেখি শিশুরা হাঁসে । 
পাখিদের গানে গানে প্রভাত আসে, সাঁঝের আলোয়  দেখি শিশুরা হাঁসে।।
দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায় ; দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায় 
সাদা বক কলিদের দল ।।  

আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল । 
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।।
কল কল ছল ছল রব তুলে, কল কল ছল ছল রব তুলে
 নদী বয়ে চলে অবিরল।।   
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল । 
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...
হে ...হে-হে-হে... হে-হে-হে... 
এহেহে-  হে ...হে-হে-হে... হে-হে-হে... 

বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়,  হাওয়াই দোলে ফুল সুবাস ছড়ায় ।
বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়,  হাওয়াই দোলে ফুল সুবাস ছড়ায় ।।
দিনান্তে ঘড়ে ফেরে ক্লান্ত মানুষ সব; দিনান্তে ঘড়ে ফেরে ক্লান্ত মানুষ সব
 চোখে সব নীল মহাকাল  ।।

আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল । 
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।।
কল কল ছল ছল রব তুলে, কল কল ছল ছল রব তুলে
 নদী বয়ে চলে অবিরল।।   
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল । 
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...
হে ...হে-হে-হে... হে-হে-হে... 
এহেহে-  হে ...হে-হে-হে... হে-হে-হে... 
হে ...হে-হে-হে... হে-হে-হে... 
এহেহে-  হে ...হে-হে-হে... হে-হে-হে...




আলোর যাত্রী

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

আমরাই আনব সোনালি দিনের সেই লুপ্ত ক্ষণ,
মুছে দেব জীবনের ভ্রান্তি মনগড়া অনিয়ম।
কোরা'নের রং দিয়ে রাঙাবো জীবন; কোরা'নের রং দিয়ে রাঙাবো জীবন ,
থাকবে না আর কোনো ভিন্নতা।

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

ধরনীর বুক জুরে বিশাদের বহ্নি,
কুফুরির প্রসারিত কালো হাত।
নষ্টের আবরনে আবৃত এসমাজ,
বিস্তৃত বিজাতীয় মতবাদ।
চির শান্তির কপতিরা হারিয়ে গেছে দূর অজানায়,
জীবন বাগানে আজ আসেনা ফাগুন, জীবন বাগানে আজ আসেনা ফাগুন;
হিংসা লালসার যাতনায় ।
আমরাই মুছে দেব বিভিষিকা রজনীর কৃষ্ণতা,
মিথ্যার জাল ছিঁড়ে গড়ব নতুন এক সভ্যতা।
জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব, জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব;
থাকবেনা কোনো হীন মন্নতা।

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

জীবন নদীর বাঁকে বাঁকে আজ মিথ্যার ধুম্রজাল,
সততা ন্যায়নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল।
এসো ভেদাভেদ ভুলে গিয়ে, একতার হাত ধরে ,
গড়ে তুলি আগামী প্রজন্ম।
কলুষিত জীবনের অবয়ব বদলে,  নিয়ে আসি আলোকিত লগ্ন।
ফুটে উঠবেই নির্মল স্বচ্ছ সুখের এক ধরনী,
কোরা'নের ছায়াতলে মিলবে সবাই, কোরা'নের ছায়াতলে মিলবে সবাই;
উঠবে আবার ঝড় ঈমানী।
আগামীর প্রতিক্ষণে প্রবাহিত হোক সুখ মোহনা,
আসুক জ্ঞানের রবি, সবার মাঝে এই কামনা।
রাসুলের বানীমালা জড়িয়ে গলে, রাসুলের বানীমালা জড়িয়ে গলে;
শুধরাই জীবনের শুন্যতা।
-- -- -- .
এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।
এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।
এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।




 দূর সফরের যাত্রি আমি
Related image

দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা, পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা ২
নিমেষ কালের মেলা মেশা , ক্ষনেক পরিচয়, সফর শেষে ফেরার পথে কেউ যে আপন নয় ।
সফর শেষে ফিরব দেশে কেউ রবেনা সাথে, সব কিছু আজ ছারি আমি চলনু খালি হাতে।
পাপের বোঝা মাথায় নিয়ে পদে পদে ভয় , যানিনা মন পথ হারিয়ে কোথায় বসে রয় ।
স্বপ্ন ঘোরে কাটল জীবন, এযে চরম ধোঁকা , খোদায় ভুলে কেমন করে পার পাবিরে বোকা।
পথ হারিয়ে ঘুরছি আমি ভুলের বালু চরে , ভুলে ভুলে ভুল করেছি , সারা জীবন ধরে ।
মায়াজালে পরে আজ , হাত পা মোর বাধা, কাটলা মোর হৃদয় থেকে এ দুনিয়ার ধাধা।
অশ্রু জলে ভেসে ভেসে যাব তোমার দ্বারে , রহমতের  ই আশায় ক্ষমা চাইব বারে বারে ।
লা-তাখনাতু পরে মনে জাগল আশার রেখা, দূর সফরের যাত্রী আমি পথের পথিক একা । 
দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা, পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা।
পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা..
পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা...

(লেখক- মোল্লা আব্দুস সামাদ) 

10:06 PM

Assalamu Alaykum Wa Rahamatullahi Wa Barakatuh

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ 

  We are Glad to Inform You That We are Going To Share Some of Popular Islamic Songs In Different Language in "TEXT" format that's called Lyrics ... So What Are You Waiting For /. Continue Visit Our Blog for New Updates ...

  আমরা আপনাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন ইসলামিক গানের লিরিক্স শেয়ার করতে চলেছি ... সুতরাং নতুন নতুন ইসলামিক বিভিন্ন ভাষার গানের জন্য ভিসিট করে অপডেট পেতে থাকুন ...

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Copyright: ©Islamic Song Lyrics . Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget