World's Popular Islamic Songs Lyrics

এখনতো সময়- নিজেকে গড়ার-- (সুন্দর একটি ইসলামিক সংগীত)

এখনতো সময়...

কবিঃ মতিউর রহমান মল্লিক 





এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।।

এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।।

এখনতো সময়... 
 
রঙ বেরঙের যশ সম্মান,
 অতীত হয়ে যায় 
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়... ।। 

রঙ বেরঙের যশ সম্মান,
 অতীত হয়ে যায় 
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়... ।।


কেউ কি রয়েছে এমন চিরজীবী হয়ে, 
জীবন নিয়ে তার ... 
 
এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।। 
এখনতো সময়...

কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে ,
 অভিশাপে ভরে যায় অবশেষে ।। 

কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে ,
 অভিশাপে ভরে যায় অবশেষে ।। 
 
কেউ কে রয়েছে এমন অহংকারী , 
স্রস্টা ছাড়া আর ...  

এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।। 
এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।। 
এখনতো সময়- নিজেকে গড়ার,
 করতে অনেক কিছুই ভেবে দেখার ।।

এখনতো সময়...

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Copyright: ©Islamic Song Lyrics . Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget