World's Popular Islamic Songs Lyrics

দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা (খুবই ইমোশনাল একটা ইসলামিক নাশিদ)

 দূর সফরের যাত্রি আমি
Related image

দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা, পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা ২
নিমেষ কালের মেলা মেশা , ক্ষনেক পরিচয়, সফর শেষে ফেরার পথে কেউ যে আপন নয় ।
সফর শেষে ফিরব দেশে কেউ রবেনা সাথে, সব কিছু আজ ছারি আমি চলনু খালি হাতে।
পাপের বোঝা মাথায় নিয়ে পদে পদে ভয় , যানিনা মন পথ হারিয়ে কোথায় বসে রয় ।
স্বপ্ন ঘোরে কাটল জীবন, এযে চরম ধোঁকা , খোদায় ভুলে কেমন করে পার পাবিরে বোকা।
পথ হারিয়ে ঘুরছি আমি ভুলের বালু চরে , ভুলে ভুলে ভুল করেছি , সারা জীবন ধরে ।
মায়াজালে পরে আজ , হাত পা মোর বাধা, কাটলা মোর হৃদয় থেকে এ দুনিয়ার ধাধা।
অশ্রু জলে ভেসে ভেসে যাব তোমার দ্বারে , রহমতের  ই আশায় ক্ষমা চাইব বারে বারে ।
লা-তাখনাতু পরে মনে জাগল আশার রেখা, দূর সফরের যাত্রী আমি পথের পথিক একা । 
দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা, পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা।
পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা..
পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা...

(লেখক- মোল্লা আব্দুস সামাদ) 

Post a Comment

Emperor Casino: Play online casino games for free
Play slots 제왕카지노 and casino games for free at King หาเงินออนไลน์ Billy Casino. Play online kadangpintar casino games and get a 100% Welcome Bonus! Rating: 3 · ‎5 votes

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Copyright: ©Islamic Song Lyrics . Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget