দূর সফরের যাত্রি আমি
দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা, পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা ২
নিমেষ কালের মেলা মেশা , ক্ষনেক পরিচয়, সফর শেষে ফেরার পথে কেউ যে আপন নয় ।
সফর শেষে ফিরব দেশে কেউ রবেনা সাথে, সব কিছু আজ ছারি আমি চলনু খালি হাতে।
পাপের বোঝা মাথায় নিয়ে পদে পদে ভয় , যানিনা মন পথ হারিয়ে কোথায় বসে রয় ।
স্বপ্ন ঘোরে কাটল জীবন, এযে চরম ধোঁকা , খোদায় ভুলে কেমন করে পার পাবিরে বোকা।
পথ হারিয়ে ঘুরছি আমি ভুলের বালু চরে , ভুলে ভুলে ভুল করেছি , সারা জীবন ধরে ।
মায়াজালে পরে আজ , হাত পা মোর বাধা, কাটলা মোর হৃদয় থেকে এ দুনিয়ার ধাধা।
অশ্রু জলে ভেসে ভেসে যাব তোমার দ্বারে , রহমতের ই আশায় ক্ষমা চাইব বারে বারে ।
লা-তাখনাতু পরে মনে জাগল আশার রেখা, দূর সফরের যাত্রী আমি পথের পথিক একা ।
দূর সফরের যাত্রি আমি পথের পথিক একা, পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা।
পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা..
পান্থশালায় ক্ষনকালের প্রিয়জনের দেখা...
(লেখক- মোল্লা আব্দুস সামাদ)
Post a Comment
Emperor Casino: Play online casino games for free
Play slots 제왕카지노 and casino games for free at King หาเงินออนไลน์ Billy Casino. Play online kadangpintar casino games and get a 100% Welcome Bonus! Rating: 3 · 5 votes