World's Popular Islamic Songs Lyrics

কলরবের সেরা গজল | Alor Jatri | আলোর যাত্রী | Bangla Best Islamic Song 2018

আলোর যাত্রী

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

আমরাই আনব সোনালি দিনের সেই লুপ্ত ক্ষণ,
মুছে দেব জীবনের ভ্রান্তি মনগড়া অনিয়ম।
কোরা'নের রং দিয়ে রাঙাবো জীবন; কোরা'নের রং দিয়ে রাঙাবো জীবন ,
থাকবে না আর কোনো ভিন্নতা।

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

ধরনীর বুক জুরে বিশাদের বহ্নি,
কুফুরির প্রসারিত কালো হাত।
নষ্টের আবরনে আবৃত এসমাজ,
বিস্তৃত বিজাতীয় মতবাদ।
চির শান্তির কপতিরা হারিয়ে গেছে দূর অজানায়,
জীবন বাগানে আজ আসেনা ফাগুন, জীবন বাগানে আজ আসেনা ফাগুন;
হিংসা লালসার যাতনায় ।
আমরাই মুছে দেব বিভিষিকা রজনীর কৃষ্ণতা,
মিথ্যার জাল ছিঁড়ে গড়ব নতুন এক সভ্যতা।
জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব, জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব;
থাকবেনা কোনো হীন মন্নতা।

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।

জীবন নদীর বাঁকে বাঁকে আজ মিথ্যার ধুম্রজাল,
সততা ন্যায়নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল।
এসো ভেদাভেদ ভুলে গিয়ে, একতার হাত ধরে ,
গড়ে তুলি আগামী প্রজন্ম।
কলুষিত জীবনের অবয়ব বদলে,  নিয়ে আসি আলোকিত লগ্ন।
ফুটে উঠবেই নির্মল স্বচ্ছ সুখের এক ধরনী,
কোরা'নের ছায়াতলে মিলবে সবাই, কোরা'নের ছায়াতলে মিলবে সবাই;
উঠবে আবার ঝড় ঈমানী।
আগামীর প্রতিক্ষণে প্রবাহিত হোক সুখ মোহনা,
আসুক জ্ঞানের রবি, সবার মাঝে এই কামনা।
রাসুলের বানীমালা জড়িয়ে গলে, রাসুলের বানীমালা জড়িয়ে গলে;
শুধরাই জীবনের শুন্যতা।
-- -- -- .
এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।
এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।
এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে, হাসবেই সেই সূর্যটা।
যার আলোক আভায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা।।




Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Copyright: ©Islamic Song Lyrics . Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget