ওরে নিশিগন্ধা ... |
ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
ওরে শিউলি-বেলি, মধু পাপড়ি মেলি ,
ওরে জুই-চামেলি, বল কোথায় পেলি।
ওরে শিউলি-বেলি, মধু পাপড়ি মেলি ,
ওরে জুই-চামেলি, বল কোথায় পেলি।
কোথা পেলি এই ঘ্রান টল-ম-ল,
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা,
ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা,
কেন এত হেঁসে যাস তুই...
হাঁসি ভড়া মুখ তুই কোথা পেলি বল
ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা,
ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা,
কেন এত হেঁসে যাস তুই...
হাঁসি ভড়া মুখ তুই কোথা পেলি বল
ওই জাদুর চোখে, ফোটে তারার মেলা ,
মিটি মিটি মিটি, মিটি মায়ার খেলা ।
ওই জাদুর চোখে, ফোটে তারার মেলা ,
মিটি মিটি মিটি, মিটি মায়ার খেলা ।
নীল আকাশে ভরে কেন বল...
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা- সুরভি কোথায় পেলি বল
ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুকি, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল ।
কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল, কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল...
Post a Comment