আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল
কবিঃ মতিউর রহমান মল্লিক
|
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।।
কল কল ছল ছল রব তুলে, কল কল ছল ছল রব তুলে
নদী বয়ে চলে অবিরল।।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...
হে ...হে-হে-হে... হে-হে-হে...
এহেহে- হে ...হে-হে-হে... হে-হে-হে...
পাখিদের গানে গানে প্রভাত আসে, সাঁঝের আলোয় দেখি শিশুরা হাঁসে ।পাখিদের গানে গানে প্রভাত আসে, সাঁঝের আলোয় দেখি শিশুরা হাঁসে।।দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায় ; দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায়সাদা বক কলিদের দল ।।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।।
কল কল ছল ছল রব তুলে, কল কল ছল ছল রব তুলে
নদী বয়ে চলে অবিরল।।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...
হে ...হে-হে-হে... হে-হে-হে...
এহেহে- হে ...হে-হে-হে... হে-হে-হে...
বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়, হাওয়াই দোলে ফুল সুবাস ছড়ায় ।বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়, হাওয়াই দোলে ফুল সুবাস ছড়ায় ।।দিনান্তে ঘড়ে ফেরে ক্লান্ত মানুষ সব; দিনান্তে ঘড়ে ফেরে ক্লান্ত মানুষ সবচোখে সব নীল মহাকাল ।।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।।
কল কল ছল ছল রব তুলে, কল কল ছল ছল রব তুলে
নদী বয়ে চলে অবিরল।।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল, যেথা পাহারি ঝরনার ঢল ।
আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...
হে ...হে-হে-হে... হে-হে-হে...
এহেহে- হে ...হে-হে-হে... হে-হে-হে...
হে ...হে-হে-হে... হে-হে-হে...
এহেহে- হে ...হে-হে-হে... হে-হে-হে...
Post a Comment